দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মধ্যে রাম চরণ একজন। একের পর এক হিট ছবি দিলেও আর আর আর এর দৌলতে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। আজ ২৭ মার্চ, রাম চরণের ৩৮তম জন্মদিন।
রাম চরণ তেলুগু ছবির অন্যতম নায়ক চিরঞ্জীবি ও সুরেখার পুত্র। তার আরও দুই বোন রয়েছে। তিনি আল্লু রাম লিঙ্গাইয়া-এর নাতি (দৌহিত্র) ও নাগেন্দ্র বাবু, পবন কল্যাণ, এবংআল্লু আরবিন্দ-এর ভ্রাতষ্পুত্র (ভাগ্নে)। আল্লু আর্জুন, বরুণ তেজ এবং সাঁই ধারাম তেজ-এর চাচাতো ভাই। চরণ বিয়ে করেন উপাসনা কামিনেনি, ১লা ডিসেম্বর ২০১১ সালে হায়দ্রাবাদে তিনি অ্যাপোলো চেরিটি’র ভাইস-চেয়ারম্যান ও বি পজিটিভ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ছিলেন। উপাসনা প্রতাপ সি রেড্ডীর নাতনী হন, যিনি কিনা অ্যাপোলো হাসপাতাল-এর নির্বাহী (এক্সিকিউটিভ) চেয়ারম্যান। তারা বিবাহ করেন ১৪ জুন, ২০১২ সালে টেম্পল ট্রিজ হাউসে।
রামচরণ মূলত তেলুগুভাষী চলচ্চিত্রে কাজ করেন। তিনি দুইটি অন্ধ্র প্রদেশ রাজ্য নন্দী পুরস্কার, দুইটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, দুইটি সিনেমা এওয়ার্ডস এবং একটি সন্তোষম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। তিনি মা টিভির বোর্ড অব ডিরেক্টরের সদস্য। তিনি একজন সফল উদ্যোক্তা।ভারতীয় ব্যবসা ম্যাগাজিন ২০১৩ সালের ভারতীয়দের আয়ের তালিকায় তেজাকে ৬৯ নম্বরে রাখেন। সেই বছরে তার আয় ছিল ১২.৬৯ কোটি রুপি (ইউএস$১.৯ মিলিয়ন)।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ