সিরিয়াল ও বিগ বসের মধ্য দিয়ে অভিনেত্রী হিনা খান তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম নামও তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওমরাহ করতে গিয়েছিলেন অভিনেত্রী। তার পরিবারও সঙ্গে গিয়েছে। কিন্তু সেখানে গিয়েই বাধে বিপত্তি।
জানা যায়, সৌদি আরবে গিয়ে একের পর এক ছবি পোস্ট করছিলেন তিনি । আর তার জেরেই তাকে মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় ।
বর্তমানে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মদিনায় হিনা খান অবস্থান করছেন । তবে রমজান শুরুর আগেই এ অভিনেত্রী মক্কায় পৌঁছান। ওমরাহ করেও ভীষণ খুশি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কারণ যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে- মাটিতে বসে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
একজন লিখেছেন, এই জন্য উমরাহ গিয়েছেন, লজ্জা হওয়া উচিৎ। অন্যজনের বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যে পুণ্যের জন্য গিয়েছে তা আদতে মিলবে তো? এখানেই কিন্তু শেষ হয়নি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ