দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়, নজরকাড়া হাসি আর গ্ল্যামার দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছেন। খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি । ভারতের ‘জাতীয় ক্রাশ’ এই দক্ষিণের অভিনেত্রীর তারকাখ্যাতি দিন দিন বাড়ছেই। তামিল-তেলেগু কাঁপিয়ে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও। এবার এই অভিনেত্রীর কপালে জুটল আরও একটি স্বীকৃতি। ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে তেলেগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ৯.৮৮ নম্বর পেয়ে তালিকার প্রথমে রয়েছেন রাশমিকা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২২.৫ মিলিয়ন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিজয় দেবরকোন্ডা। যশের অবস্থান তৃতীয়। দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু চতুর্থ অবস্থানে আছেন। পঞ্চম স্থানে রয়েছেন আল্লু অর্জুন। তালিকার অষ্টম স্থানে রয়েছেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন দুলকার সালমান, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া ও রাম চরণ।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রাশমিকা মান্দানা এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে এ অভিনেত্রী চলচ্চিত্রে পা রাখেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ