বলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নেট দুনিয়ায় জনপ্রিয়তা নজর কাড়ার মতো। জনপ্রিয়তায় ইতিমধ্যেই বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের টেক্কা দিয়েছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অনুরাগীদের সব সময় আমার পাশে পেয়েছি। ছবি হিট হোক বা ফ্লপ, তারা আমাকে ছাড়েননি। তাই তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। তাদের সব মন্তব্য মন দিয়ে পড়ি।
হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা হলেও তার ক্রাশ কে এমন প্রশ্ন করতেই জানান, ছোটবেলা থেকেই হৃতিক রোশনের প্রতি তার ভয়ংকর রকমের ক্রাশ। তিনি বলেন,হৃতিকের জন্য মরতেও রাজি ছিলাম। এমনকি আমি হৃতিককে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ঘরের দেয়ালজুড়ে তার পোস্টার লাগানো থাকত। আমার এসব পাগলামির কথা আমি হৃতিককে বলেছিলাম। ভিডিও করে তাকে সব দেখিয়েছিলাম। হৃতিক বলেছিল, আমাদের একসঙ্গে একটা সিনেমা করা উচিত। জানি না, সেই সুযোগ আমার জীবনে কবে আসবে।
পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ