ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর শোবিজে পা রাখেন ২০০৯ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর থেকেই শুরু করেন অভিনয়। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জোরে অল্প সময়েই অর্জন করেন জনপ্রিয়তা। ব্যস্ত হয়ে পড়েন নাটকের কাজে।
ঊর্মিলা হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হন তিনি।
এর আগে, গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থ বোধ করছিলেন উর্মিলা। সকালে অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসাপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
ডাক্তার জানিয়েছেন, উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে বেশি কথা বলতে পারছেন না তিনি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ