বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।গত শনিবার ঢাকায় অভিনেত্রীর বনশ্রীর বাড়িতে তাসনুভা ও তার হবু বরের পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে। ২০২২ সালে ২ ফেব্রুয়ারিতে সৈয়দ প্রিন্স আসকারের সাথে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি।
এবার মা হতে চলেছেন তাসনুভা তিশা । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামী সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বেবি ব্যাম্প নিয়ে ছবি তুলে পোস্ট করেন। এরপর অনুরাগীদের থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন এই অভিনেত্রী।
তাসনুভা তিশা বলেন, আমি জানি না আমার ছেলে আসবে নাকি মেয়ে আসবে। তবে যাই হোক সুস্থ ভাবে আসুক আল্লাহর কাছে এই চাওয়া। আর প্রিন্স তো মিনিটে মিনিটে খোজ রাখে কেমন আছি না আছি। আমার সহকর্মীরা আমার খোজ নিচ্ছে। সবার কাছে দোয়া চাই আমার অনাগত সন্তানের জন্য।
তাসনুভা এর আগে ২০১৫ সালে ফারজানুল হককে ভালোবেসে বিয়ে করেছিলেন তাসনুভা তিশা। চার বছরের সংসারে তাদের এক পুত্রসন্তান আছে। তার আগের ঘরের ঐশী নামের এক কন্যা সন্তান আছে তিশার।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ