বাংলাদেশের জনপ্রিয় ইভেন্টস ও মিডিয়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ফ্যাশন ফর লাইভ সিজন ফোর। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এক জাক তারকা মডেল, বাংলাদেশের সুনামধন্য আর এক ফ্যাশন ব্রাইডাল প্রতিষ্ঠান আনজারার ড্রেস পড়ে ফটোশুট ও ফ্যাশন শো তে অংশগ্রহণ করে। এই শোতে মেকভার ছিলেন নাদিয়া আফরোজ, জুয়েলারি স্পন্সর ছিলেন শাম্মী, সিনেমাটোগ্রাফি করেছেন স্টাইলাস। ফটোগ্রাফি করেছেন অরণ্য জিয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফ্রেন্ডস ভিউ চেয়ারম্যান জনাব রবি চৌধুরী। সেই সাথে ফ্রেন্ডস ভিউ পরিবারের সকল সদস্যরা। করুণা মহামারী সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ফ্যাশন ফর লাইফ বিগত দিনে এশিয়ান টেলিভিশন এ ঈদের ৭ পর্বে প্রচারিত হয়। তারই ধারাবাহিকতায় ফ্রেন্ডস ভিউ আয়োজন করে যাচ্ছে চতুর্থবারের মতো ফ্যাশন ফর লাইফ সিজন ৪।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ