অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ করায় প্রযোজক রহমত উল্ল্যাহর নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে মানহানি ও মিথ্যা খবর প্রচারের অভিযোগ নিয়ে কোর্টে যাবেন এই অভিনেতা।
এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন শাকিব খান। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার মিন্টো রোডের কার্যালয়ে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান হারুন অর রশীদ। তিনি বলেছেন, শাকিব খান অফিসে গিয়েছেন আমি শুনেছি। আমি কাজে বাইরে ছিলাম, এখন অফিসে যাচ্ছি। গিয়ে তার সঙ্গে আলোচনা করবো।
প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, ২০১৬ সালের ৭ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের অনুমতি দেয়া হয়। ভারটেক্স মিডিয়ার নামে এই সিনেমার প্রযোজক মো. জানে আলম। প্রযোজক হিসেবে রহমত উল্লাহর নাম কোথাও উল্লেখ নেই।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ