চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে। ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
অস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন এ অভিনেত্রী।
একজন নারীকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। অভিনেত্রীর এ অভিনয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :