অস্কারের ৯৫তম আসরে সেরা সেরা অভিনেত্রী মিশেল ইও


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৪/০৩/২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ /
অস্কারের ৯৫তম আসরে সেরা সেরা অভিনেত্রী মিশেল ইও

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে। ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

অস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন এ অভিনেত্রী।

একজন নারীকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। অভিনেত্রীর এ অভিনয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ