বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। তিনি ২০১০ সালে ‘তিন পাত্তি’ চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে ‘লাভ কা দ্য এন্ড’ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।
এবার বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এমন প্রতারণায় অংশ নিয়েছিলেন। নিজ মুখেই ঘটনা স্বীকার করে বর্ণনা দিয়েছেন। নকল করতে গিয়ে কীভাবে ধরা পড়েছিলেন শিক্ষকের হাতে। ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
অভিনেত্রী শ্রদ্ধা বলেন, জীবনে আমরা সকলেই পরীক্ষার হলে কখনও না কখনও নকল করেছি। আমিও করেছিলাম। পরীক্ষার আগে এত্তটাই হতাশ হয়েছিলাম যে, পোশাকের ভিতরে উত্তর লিখে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, আহা কী দারুণ আইডিয়া। কেউ ধরতে পারবে না আমাকে। পরীক্ষার সময়ে প্রশ্নটা দেখেই যখন পোশাকের ভাঁজে উঁকি-ঝুকি মেরে উত্তরটা দেখছি। ওমা দেখি, শিক্ষক আমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আমার শিক্ষক চিৎকার করে উঠলেন শ্রদ্ধা…। শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম। বুঝতেই পারছেন আমি কতবড় মিথ্যাবাদী।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ