ডোমারে নবনিযুক্ত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছায় বরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে নবনিযুক্ত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছায় বরণ

৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য নিয়োগপ্রাপ্ত সাত চিকিৎসককে ফুলেল শুভেচ্ছায় বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮শে ফেব্রুয়ারী) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়। সভার সঞ্চালনা করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন পদে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন—ডা. নাহিদা তাসনিম, ডা. জওহার অনন্যা, ডা. মো. মনিরুজ্জামান রুকু, ডা. কামরুল হাসান, ডা. মুবাশশিরা ইসলাম, ডা. ফায়েজা বিনতে ইসলাম, ডা. পারমিতা রায়।

উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারী ৪২তম বিসিএসের (বিশেষ) গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা তালিকা থেকে ৪৩ জন বাদ পড়ে ৩ হাজার ৫৭ জনের নামে গেজেট প্রকাশ হয়। আদেশে নিয়োগপ্রাপ্তদের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগ দেওয়ার জন্য বলা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news