উখিয়ায় ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

উখিয়ায় ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সুসম্পন্ন হয়েছে।২৮ ফেব্রুয়ারি ( সোমবার) উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।অনুষ্টানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমেদ সহকারী কমিশনার( ভূমি) উখিয়া, আহমেদ সন্জুর মোর্শেদ, অফিসার ইনচার্জ উখিয়া থানা,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, চাকবৈটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্টানে অতিথিরা অ্যাথলেটিক্স,ক্রিকেট,ভলিবল, ব্যাটমিন্টন সহ বিভিন্ন খেলাধুলায় ৬০ জনের ও অধিক খেলোয়াড়দের পুরস্কার প্রদান করে।

দিনের সবচেয়ে অধিক উত্তেজনাপূর্ণ ক্রিকেট ফাইনাল খেলায় উপজেলার স্বনামধন্য আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কে ৪ রানে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম।

অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক আনোয়ার ইবনে কামাল এবং কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেন দেওয়ানজী।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news