আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল-পরীমনি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১১/০৩/২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ /
আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল-পরীমনি

নায়িকা পরীমনি এবং অভিনেতা শরিফুল রাজের ঘর আলো করে এসেছে তাদের পুত্র সন্তান। ১০ আগস্ট ২০২২ সালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়। সাত মাস পূর্ণ করল রাজ্য ।

শনিবার (১১ মার্চ ) ভোররাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলে রাজ্যর ১টি ছবি পোস্ট করেছেন পরী। এ দিন রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর সাত মাস পূর্ণ হয়েছে। অর্থাৎ সাত মাস পেরিয়ে আট মাসে পা রেখেছে রাজ্য।

ছবির ক্যাপশনে পরূমনি লেখেন, আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে রাজকে মেনশন করে লেখেন, রাজ্যের বাবা আর কতক্ষণ? আমারা কেক কাটব তো। হ্যালো……রাজ। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ