চল ব্রা শপিং করাই তোকে: শ্রীলেখা মিত্র


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৯/০৩/২০২৩, ৭:৩০ অপরাহ্ণ /
চল ব্রা শপিং করাই তোকে: শ্রীলেখা মিত্র

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। অফ হোয়াইট শার্ট, ধোতি প্যান্ট পরে রয়েছেন অভিনেতা। বেশ স্পষ্ট তার স্তনবৃন্ত। ওই ছবিতে কমেন্টের বন্যা। শ্রীলেখা মিত্রকে কমেন্ট করতে দেখা গেল।

তিনি লেখেন, চল ব্রা শপিং করাই তোকে। অভিনেত্রীর এহেন কমেন্টে অবশ্য জবাব দিতেও ছাড়েননি সুজয়প্রসাদ। তিনি লেখেন, মোটেও না… বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে।

শ্রীলেখা ও সুজয়প্রসাদের কথোপকথন নিয়ে নেট দুনিয়ায় চলছে জোর আলোচনা। সোশ্যাল মিডিয়ায় স্তনবৃন্ত, অন্তর্বাস নিয়ে আলোচনা বলে কথা! তাই বেশিরভাগ নেটিজেনই তাদের দিকে রে রে করে তেড়ে এসেছেন। অনেকে অবশ্য জবাবের জন্য সুজয়প্রসাদকে বাহবাও দিয়েছেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ