দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বালাকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভারতের কোচির এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লিভারে জটিলতার কারণে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাঁকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হতে পারে।
গতকাল মঙ্গলবার সকালে অভিনেতার সাবেক স্ত্রী ও গায়িকা অমরুতা সুরেশ এবং তাঁদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে গিয়েছিলেন। অভিনেতা বালার ভাই ও জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে অভিনেতার সঙ্গেই রয়েছেন। বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে আসেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :