বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন শ্যুটিং চলাকালীন ফের পাঁজরে আঘাত পেলেন। প্রজেক্ট কে’- এর শ্যুটিং চলছে হায়দ্রাবাদে, সেখানেই ঘটল বিপত্তি।
জানা গেছে, হায়দ্রাবাদে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়েই একটি শট চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান বর্ষীয়ান অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় যে অমিতাভের পাঁজরের কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই শ্যুট ক্যানসেল করে মুম্বইয়ে ফিরে আসেন অমিতাভ।
বর্তমানে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। এ খবর নিজেই জানিয়েছেন অমিতাভ।
সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ