patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

হরমোনাল ইমব্যালান্সের সমস্যায় ভুগছেন সানাই

বিনোদন ডেস্ক
মার্চ ২, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু সানাই মাহবুবের। পরে কাজ করেন মিউজিক ভিডিওতে। এক পর্যায়ে ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি মুক্তি পায়নি।

বর্তমানে শারীরিক জটিলতায় নানা সমস্যায় ভুগছেন সানাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সানাই বলেন, প্রায় তিন বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিল আমার। আমার উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্ত এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। সঙ্গে প্রায়শই পেট ব্যথা, জিহ্বার স্বাদ না থাকা সমস্যাও আছে। প্রথমে অনেক খুশি ছিলাম যে যাক লম্বা তো হচ্ছি…। পরে অনেক টেস্টের পর জানতে পারি, এটা হরমোনাল ইমব্যালান্সের কারণে হয়েছে…। সো যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যান।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ