patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন সামান্থা রুথ

বিনোদন ডেস্ক
মার্চ ২, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভু শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন। এ খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন নায়িকা। নেট দুনিয়ায় সামান্থার প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, তার দুই হাতের আঙুল, কব্জি কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ওয়েব সিরিজ ‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে সামান্থাকে। জানা গেছে, সরাসরি ওই দ়ৃশ্য অংশ নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

‘সিটাডেলে’ সামান্থা জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। গুঞ্জন উঠেছে, নায়িকা আহত হওয়ায় অস্থির হয়ে পড়েছেন তিনি। নিয়মিত সেবা যত্ন করে চলেছেন অভিনেত্রীর।

‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের নির্মাতা রাজ অ্যান্ড ডিকে। এরইমধ্যে নির্মাতাদ্বয়ের ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। তারা আগেই জানিয়েছিলেন, সামান্থাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। প্রত্যেকটি দৃশ্যই ঝুঁকির। সেই ঝুঁকি নিতেই আহত হলেন অভিনেত্রী।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ