বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানবি গাগরু বিয়ে করলেন। গত ১৩ জানুয়ারী, ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। অবশেষে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবা পারিবারিক সদস্য ও বন্ধুবান্ধবের সান্নিধ্যে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মানভি।
বাগদানের সময়েই আংটিবদলের কিছু ছবি পোস্ট করেছিলেন। তখনও প্রকাশ্যে আসেনি অভিনেত্রীর প্রেমিকের ছবি, অবশেষে বিয়ের ছবিতে স্পষ্ট, জনপ্রিয় কৌতুক অভিনেতা কুমার বরুণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মানবী।
জানাগেছে, মানভি এবং কুমার বরুণ তাঁদের সাধারণ বন্ধুদের মাধ্যমে দেখা করেন। প্রায় এক বছর আগে তাঁদের ডেটিং শুরু হয়।
নবদম্পতি ইনস্টাগ্রামে গিয়ে তাঁদের বিয়ের ঘোষণা দিতে একটি যৌথ পোস্ট করেছেন। বিয়ের ছবিতে, মানভিকে ন্যূনতম গহনা এবং মেহেন্দি সহ একটি লাল শাড়িতে কণে সাজে দেখা গিয়েছে। অন্যদিকে, তাঁর স্বামীকে একটি অফ-হোয়াইট শেরওয়ানি এবং একটি ম্যাচিং পাগড়িতে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, তাদের বিয়ে রেজিস্ট্রি করার জন্য একটি নথিতে স্বাক্ষর করছেন। ছবির পাশাপাশি তাঁরা একটি হৃদয়গ্রাহী নোটে লিখেছেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে, আজ অফিসিয়ালি বিয়ে করেছি। অনুগ্রহ করে আমাদের একসঙ্গে যাত্রায় আশীর্বাদ করতে থাকুন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ