ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। বর্তমানে অবকাশ যাপনে সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনি গিয়েছেন তিনি।
গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়েন তারা। সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অস্ট্রেলিয়া যাওয়ার খবর জানিয়েছেন পূর্ণিমা।
এর আগে, গত বছরের নভেম্বরে স্বামীকে নিয়ে ওমরা করে এসেছেন পূর্ণিমা। সে সময়ও তাদের সঙ্গী হয়েছিল মেয়ে আরশিয়া উমাইজা।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ