কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের ‘র‌্যাগ-ডে’ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের ‘র‌্যাগ-ডে’ অনুষ্ঠিত
সাংবাদিকতা বিভাগের ‘র‌্যাগ-ডে’ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ ম ব্যাতচের ‘র‌্যাগ-ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বিভাগের চেয়ারপার্সন কাজী এম আনিছুল ইসলামের (ভারপ্রাপ্ত) নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা মুক্তমঞ্চে একটি ফ্ল্যাশ মব পরিবেশন করেন। সারাদিন গান,নাচ রং মাখামাখিসহ আনন্দ উল্লাসে নানা আয়োজনে র‍্যাগ ডে উদযাপন করা হয়। এ বিদায়ী অনুষ্ঠানে বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদীন অনুভূতি জানিয়ে বলেন, বিদায় না নিতে মন চাইলেও তবো বিদায় নেয়া চিরায়ত নিয়ম। বিদায় লগ্নে, শুরুর থেকে আজ পর্যন্ত স্মৃতির এ্যালবামে রবে প্রতিটি দিন। সিনিয়র ভাই ও আপুদের না পেলেও শ্রদ্ধেয় শিক্ষক আর ছোট-ভাই-বোনদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আর দীক্ষা চলার পাথেয় হবে।

জীবিকার তাগিদে, স্থানগত দিক দিয়ে দুরে থাকলেও ক্যাস্পাসের প্রতিটি ধুলোকণার মায়া স্মৃতির পাতায় রবে। পরিশেষে, বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সাফল্য আমাদের সাফল্য।

এছাড়া কানিজ ফাতেমা অনুভূতি ব্যক্ত করে বলেন, উল্লাস করছি, তবে এই উল্লাসের মাঝেই লুকিয়ে আছে হাহাকার। এই ক্যাম্পাস ছেড়ে যাবো সেটা মনে পড়লেই মন গুমড়ে ওঠে।

উল্লেখ্য, আগামী ২৭ তারিখে শুরু হওয়া মাস্টার্স ফাইনাল পরীক্ষার মাধ্যমে শিক্ষাজীবনে ইতি টানবেন এই ব্যাচটি।

পত্রিকা একাত্তর/ ইমরান হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news