সিক্স প্যাক বানাতে প্রতিদিন ৮টি ডিম খাচ্ছেন জায়েদ খান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৭/০২/২০২৩, ৫:০৪ অপরাহ্ণ /
সিক্স প্যাক বানাতে প্রতিদিন ৮টি ডিম খাচ্ছেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে সিনেমায় নিজেকে নতুনভাবে মেলে ধরতে নতুন রুপে ফিরে আসতে নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিয়ন্ত্রণ করছেন খাবার-দাবার। এমনকি প্রতিদিন আটটি করে ডিম খাচ্ছেন জায়েদ। তাও আবার কুসুম ছাড়া।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এমনটিই জানিয়েছেন।

জায়েদ খান বলেন, এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন।

শরীর ফিট রাখতে খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারে জায়েদ খান জানান, ভাত কমিয়ে মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছেন। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ট্রলে গুরুত্ব দেন না এই অভিনেতা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ