সম্প্রতি বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন সামাজিক যোগাযোগের আলোচিত ব্যক্তি হিরো আলম। সেসময় তাকে একটি গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন সিলেটের এক প্রিন্সিপাল। গাড়িটি হাতে পেয়ে সেটিকে গরিব মানুষের কল্যানে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার কথা বলেন হিরো আলম।
এরপরই তিনি জানিয়েছিলেন, মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন করবেন। ফাউন্ডেশনের ঘোষণা দিয়েই কাজ শুরু করেন হিরো আলম। এবার সেই ফাউন্ডেশনের নামে এক লাখ টাকা অনুদান পেলেন তিনি। মানবতার সেবায় লাখ টাকার সহযোগিতাটি করেছেন খান ডটকম ওভারসিজ লি. এর এম. ডি কাশেম খান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফেইসবুকের এক পোস্ট এ তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান দিয়েছেন ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান।
তিনি বলেন, আমি চির কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে।আমি দেশ এবং দেশের বাইরের সবাইকে নিয়ে হিরো আলম ফাউন্ডেশন একটা কমিটি গঠন করবো। সেই কমিটি ৬৪টা জেলার কমিটি গঠন করে দেবে ফাউন্ডেশনের। আমিও সবার পাশে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ