patrika71
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সাহস থাকলে কন্ডোম দিয়ে জামা বানিয়ে দেখান

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে আলোচনায় থাকেন উরফি জাভেদ। কখনও কখনও উরফি তার পোশাকের কারণে ট্রোলড হন, আবার কখনও কখনও তিনি প্রচুর প্রশংসাও কেড়ে নেন। একই সময়ে, উরফির স্পষ্টভাষী বক্তব্যগুলিও প্রায়শই শিরোনামে থাকে। সম্প্রতি, উরফি জাভেদের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। এবার ক্লিপ দিয়ে জামাকাপড় মেলার সময়েই নতুন পোশাকের আইডিয়া চলতে থাকে তার মাথায়,তারপরেই বড় চমক দিয়ে জামাকাপড় আটকানোর ক্লিপ দিয়ে পোশাক বানিয়ে ফেললেন উরফি।

অন্তর্বাসের সঙ্গে সারি সারি ক্লিপ দিয়ে নতুন জামা বানিয়ে চমক দিলেন উরফি জাভেদ। বেরিয়ে রয়েছে অনাবৃত উরু, কিন্তু অন্তর্বাসের কিছুই দেখা যাচ্ছে না। বরং উরুর অনেক উপরেই শেষ হয়ে গিয়েছে ক্লিপ। এইভাবেই ক্লিপ দিয়ে জামা বানিয়ে নয়া ভিডিও পোস্ট করে তাক লাগালেন উরফি, মাথায় হর্সটেল থেকে পায়ের জুতো সবটাই ম্যাচিং। তারপর ঘরের মধ্যে ঘুরে ঘুরে ভিডিওতে পোজ দিলেন উরফি জাভেদ। ভিডিও ভাইরাল হতেই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

উরফির এই ভিডিও দেখে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ যেমন মজা করেছেন তেমনই কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি । ক্লিপ দিয়ে জামা পরে উরফি সাহসীকতার পরিচয় দিতে গিয়ে ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও ট্রোলড হওয়াটা নতুন কোনও ব্যাপার নয়। বরং এটাকেই তিনি খুব সাধারণ ভাবে গ্রহণ করেন।একজন কমেন্টে লিখেছেন, মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এই মহিলাকে। কেউ আবার লিখেছেন-সাহস থাকলে কন্ডোম দিয়ে জামা বানিয়ে দেখান। তবে কখন যে কোনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন উরফি,তা কেউই জানেন না। এমন উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ