patrika71
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৯ মাসের মধ্যেই ফের গর্ভবতী গায়িকা রিহানা

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের অন্যতম চর্চিত নাম মার্কিন পপ গায়িকা রিহানা।কিছু মাস আগেই দেশে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার পর থেকেই চর্চায় উঠে এসেছেন পপ গায়িকা। রিহানা তার দুর্দান্ত গানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। এমনকি দুর্দান্ত গানের জন্য ৮ বার মিউজিক জগতের সেরা গ্রামী অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন রিহানা। এপর্যন্ত বহু অ্যালবাম রিলিজ করেছেন রিহানা। তার হিট গানের সংখ্যাও অসংখ্য।

গতবছর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। প্রথম সন্তানের ৯ মাসের মধ্যেই ফের গর্ভবতী গায়িকা রিহানা। রবিবার ছিল রিহানার সুপার বোল হাফটাইম শো। সেখানেই তিনি দ্বিতীয়বার প্রেগন্যান্সির ইঙ্গিত দিলেন। এদিন রিহানার পরনে লাল ব্যাগি লাল জাম্পসুটের মতো যে আঁটসাঁট পোশাকটি তিনি পরেছিলেন, সেই পোশাকের ফাঁকেই বেবি বাম্প স্পষ্ট ছিল রিহানার। গায়িকার এহেন সুখবরে হতবাক সবাই। ৩৪ বছর-বয়সী গায়িকা ১২ ফেব্রুয়ারী সুপার বোল-এ মঞ্চে তাঁর গর্ভাবস্থার কথা পাকাপাকিভাবে প্রকাশ করলেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ