তোর কারনে হইলাম প্রবাসী- তানিন সুবাহ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১২/০২/২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ /
তোর কারনে হইলাম প্রবাসী- তানিন সুবাহ

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। ২০১২ সালের ১ জানুয়ারি তিনি শোবিজে পা রেখেছিলেন ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে। পরে গান ছেড়ে মন দেন অভিনয়ে।

এ পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক, সিনেমা, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে। শোবিজে তানিন সুবহার প্রথম কাজ ছিল বিজ্ঞাপন। এরপর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন।

এবার নতুন এক মিউজিক ভিডিওতে প্রবাসীর বউ হয়ে আসছেন আগামী ১৪ ফ্রেবুয়ারি বিশ্ব ভালাবাসা দিবসে “তোর কারনে হইলাম প্রবাসী” শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও কথা লিখেছেন আবদুল্লাহ আল মামুন গানটির সঙ্গীতায়োজন করেছেন সুজন আনসারী ।গানটিতে তানিনের বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে আবদুল্লাহ আল মামুনকেই । গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন মেহেদী হাসান । সম্প্রতি গাজীপুরের পুবাইলে অবস্থিত ম্যাডামের বাড়িতে গানটির দৃশ্য ধারন করা হয়েছে ।

জানাগেছে, গানটি ভালাবাসা দিবসে সি-সিরিজ অগ্নিবীণা ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তানিন সুবাহ।

তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ