আজ চিত্রনায়িকা শাহানূরের জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১০/০২/২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ /
আজ চিত্রনায়িকা শাহানূরের জন্মদিন

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহানূর। চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।

আজ ১০ ফেব্রুয়ারি তার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকে শুভেচ্ছায় ভাসছেন শাহানূর। ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও কাছের প্রিয় মানুষরা। তার ছবি শেয়ার দিয়ে কিংবা ফুল-কেক এর ছবি দিয়েও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে শাহানূরের।

১৯৯৯ সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা যাত্রা শুরু করেন শাহনূর। কিন্ত, চলচ্চিত্রটি মুক্তি পায় নি। ২০০০ সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই ও কারাগার চলচ্চিত্রে অভিনয় করেন। সাহসী মানুষ চাই দুইটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। ২০০৫ সালে তিনি হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বসন্ত বিকেল।

চিত্রনায়িকা শাহনুর এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে ‘ইন্দুবালা’, ‘এ চোখে শুধু তুমি’, ‘নয়ন ভরা জল’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম সংঘাত’সহ বেশকিছু সিনেমা। অভিনয় করেছেন নাটকেও। সমাজসেবায়ও রয়েছে তার সরব উপস্থিতি।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ