মামলা তুলে নিয়ে স্বামীর ঘরে ফিরলেন সারিকা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৯/০২/২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ /
মামলা তুলে নিয়ে স্বামীর ঘরে ফিরলেন সারিকা

মডেল এবং অভিনেত্রী সারিকা সাবরিন ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন। তবে বিয়ের পরপরই অভিনেত্রী তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সারিকাও এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

তবে অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দুজন।

অভিনেত্রী জানিয়েছেন, দুটি পরিবার আমাদের বিষয়ে বসেছিল। রাহি ক্ষমা চেয়েছে। সে একসাথে থাকার কথা বলেন। এবং আমি তাকে ভালবাসি। এই কারণে আমি মামলাটি প্রত্যাহার করেছি। তদুপরি, আমি একটি সুন্দর পরিবারও পেতে চাই।

তিনি আরও বলেন,বিচ্ছেদ কোনও ভাল জিনিস নয়। আমার শ্বশুরবাড়ির মানুষ আমাদের সুন্দর সমাধানে প্রধান ভূমিকা পালন করেছে। মামলা করার আগেও চেষ্টা করেছি, সমাধান করতে। কিন্তু পরে বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল। থাক, সেসব কথা এখন আর না বলি। এখন একসাথে থাকার চেষ্টা করছি। আমি বর্তমানে রাহীর বাড়িতে আছি।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ