হিরো আলমকে জরিমানা করলো হাইওয়ে পুলিশ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৮/০২/২০২৩, ১২:২৭ পূর্বাহ্ণ /
হিরো আলমকে জরিমানা করলো হাইওয়ে পুলিশ

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। হিরো আলমের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে তাকে একটি নোয়াহ গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্কুলশিক্ষক এম মুখলেছুর রহমান। উপহারের সেই গাড়ি নিতে গিয়েই জরিমানা গুণলেন হিরো আলম।

নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে আজ মঙ্গলবার দুপুরে হিরো আলমকে আড়াই হাজার টাকা জরিমানা করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সা‌লেহ আহ‌মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হি‌রো আল‌মের গা‌ড়ি অতিরিক্ত গ‌তি‌তে চালা‌নোর দায়ে ঢাকা-সি‌লেট মহাসড়‌কের শা‌য়েস্তাগঞ্জ এলাকায় তাঁকে জ‌রিমানা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ