নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়।
আজ ৩১তম জন্মদিন পালন করছেন মরক্কান এই বলিউড তারকা। ৬ ফেব্রুয়ারি ১৯৯২ সালে জন্মগ্রহন করেন। নোরা ফাতেহি জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দুবাইয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার বন্ধু-বান্ধবীরা আসবেন জন্মদিনে।
তিনি বলেন, আমি ভাগ্যবতী যে বিশ্বের বিভিন্ন জায়গায় আমার বন্ধু রয়েছে। সবাই জন্মদিন পালন করতে দুবাই আসছেন। ইতিমধ্যে সোমবার রাত মধ্যরাতে অনানুষ্ঠানিক জন্মদিন পালনের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন নোরা ফাতেহি। এতে সুন্দর পোশাকে বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত দেখা যায় নোরাকে।
বলিউড চলচ্চিত্র রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন। তিনি ইমরান হাশমি অভিনীত ২০১৫ সালের চলচ্চিত্র মি. এক্স এ বিশেষ ভূমিকায় অভিনয় করেন।
এরপর তিনি বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করেন।
২০১৫ সালের জুনে তিনি তেলুগু চলচ্চিত্র শের এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ২০১৫ সালের আগস্টে তিনি আরেকটি তেলুগু চলচ্চিত্র লোফার-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। সে বছরের নভেম্বরে তিনি উপ্রি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। তিনি ২০১৫ সালের ডিসেম্বর ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে বিগ বস-এর প্রতিযোগী হিসেবে নাম লেখান। তিনি প্রতিযোগিতায় ৩ সপ্তাহ টিকে ছিলেন। তিনি ২০১৬ সালের ঝলক দিখলা যা র অন্যতম প্রতিযোগী ছিলেন। ২০১৬ সালে তিনি মাই বার্থডে সং শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি টি সিরিজের সাথে কোম্পানিটির আসন্ন চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব মুভিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। নোরা ফাতেহির মাতৃভাষা ইংরেজি হলেও তিনি আরবি, হিন্দি, ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :