শুভ জন্মদিন চিত্রনায়িকা নিঝুম রুবিনা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৮/০১/২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ /
শুভ জন্মদিন চিত্রনায়িকা নিঝুম রুবিনা

দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। আজ এই নায়িকার জন্মদিন। তিনি জন্ম গ্রহণ করেছেন বিজয়পুর,কুমিল্লা, বাংলাদেশে। জন্মদিনে সহকর্মী থেকে শুরু করে সবার কাছ থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

২০০৮-এ গ্রামীণফোনের টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিং করে তার কর্মজীবন শুরু করেন। এর পরেও আরো অনেক বিজ্ঞাপনে তিনি অংশগ্রহণ করেছেন। যেমন: কফি কাপ চকলেট,শরীফ মেলামাইন,রাঙ্গা পরী মেহেদী রাঙ্গা পরী কেশ তেল এবং আরো অনেক।

তিনি ঢালিউডে পর্দাপন করেন জাকির হোসেন রাজু পরিচালিত ২০১৩-এর এর বেশি ভালবাসা যায়না চলচ্চিত্রে উঠতি অভিনেতা সায়মন সাদিকের সঙ্গে অভিনয়ের মাধ্যমে। এটি ছিল তারঁ প্রথম সফল বাণিজ্যিক চলচ্চিত্র। ২০১৪-এ মুক্তি পায় পরিচালক আবুল কালাম আজাদের পরিচালিত তারঁ অন্য আরেকটি চলচ্চিত্র অনেক সাধনার পরে। ২০১৬-তে মুক্তি পায় রোমান্টিক চলচ্চিত্র অস্তিত্ব, যেটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আরেফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা। তিনি কৃষ্টির জ্বালা নামে অন্য আরেকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন যেটি পরিচালনা করেছেন নূর মোহাম্মদ মনি। কিন্তু চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। আরো কয়েকটি ঢালিউড চলচ্চিত্রে এবং টেলিভিশন বিজ্ঞাপনেও তিনি অভিনয় করছেন।

নিঝুম রুবিনা অভিনীত চলচ্চিত্রের মধ্য়ে রয়েছে কিস্তির জ্বালা, এর বেশি ভালোবাসা যায় না, মিয়া বিবি রাজী, মেঘকন্যা, জান রে ও ভালোবাসা ডটকম। এর পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপন ও নাটকেও কাজ করেছেন তিনি।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ