বর্তমান সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। গত বছরের ২৭ মে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ব্যাংকার স্বামী আবু সালে মুসার সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন।
এবার অনলাইন ব্যবসায় নামছেন সানাই। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীকে নিয়ে লাইভে আসেন তিনি। এসময় অনলাইনে শাড়ির ব্যবসা শুরুর ঘোষণা দেন এই অভিনেত্রী।‘শাড়ি’স বাই সানাই’ শিরোনামে ফেসবুকে পাওয়া যাবে সানাইয়ের বাহারি শাড়ির কালেকশন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন— আমার ভেরিফায়েড পেজ থেকে অনলাইন ব্যবসা শুরু করব পেজের নাম পরিবর্তন করতে হবে। এজন্য তিন মাস সময় লাগবে। যার কারণে ব্যবসাটি শুরুর জন্য তিন মাস সময় নিয়েছি। সব ধরণের ক্রেতাদের জন্য শাড়ি নিয়ে আসবেন সানাই। শুধু গুলশান এলাকার জন্য নয়, নিজের প্রতিষ্ঠানের পণ্যটি পৌঁছে দিতে চান ধানমন্ডি বা রাজধানীর অন্য যেকোনো এলাকার বাসিন্দাদের কাছেও।
সানাইয়ের লাইভে নেটিজেনদের অনেকে যোগ দিয়েছিলেন। অনেকে তার নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানান।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। কিন্তু তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :