আজ সংগীতশিল্পী কোনালের জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৮/০১/২০২৩, ৮:১৩ অপরাহ্ণ /
আজ সংগীতশিল্পী কোনালের জন্মদিন

বর্তমান সময়ের অন্যতম সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। কণ্ঠে যেমন তার জাদু রয়েছে, ঠিক তেমনি মায়াবি চেহারায় অধিকারী তিনি। যিনি বর্তমানে শ্রোতাদের কাছে এক মুগ্ধতার নামও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনালের আজ জন্মদিন। তার পিতার পেশার কারণে, তিনি কুয়েত মধ্য প্রাচ্যে বড় হয়েছিলেন। তিনি কুয়েতের ইউনাইটেড ইন্ডিয়ান স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর তিনি বিবিএর ডিগ্রি লাভের জন্য আমেরিকান ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি হন।

গুণী এই সংগীতশিল্পীর জন্মদিনে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী তারকারা। কোনালের সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন সাংবাদিকরাও।

কোনাল একজন বাংলাদেশী গায়িকা যিনি ২০০৯ সালে রিয়ালিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠ রিয়ালিটি শো জিতেছিলেন। তিনি লেখক হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা হিসাবে “অন্য হুমায়ূন” নামে একটি প্রোগ্রাম করেছেন। ২০১৭ সালের বন্ধু দিবসে, তিনি চিরকুট ব্যান্ডের সাথে বিশেষ একক গান গেয়েছিলেন। ২০১২ সালের ২২ অক্টোবর, তানভীর তারেকের রচনায় ও কণ্ঠস্বরে ২০১৮ সালের চলচ্চিত্র মায়া: দ্য লস্ট মাদার ছবির জন্য তিনি “মা তোমার অঞ্চল কোথায়” গানটি রেকর্ড করেন।

ইতিমধ্যেই সেরা গায়িকা হিসেবে ‘ভারত-বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।বর্তমানে অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাকে মনোযোগী।

২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়াকে বিয়ে করেন।

আজ এই সংগীতশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচছা রইলো।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ