বলিউড বাদশাহ শাহরুখের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’ ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। এদিকে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি প্রথম দিনেই রেকর্ড গড়ে ৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ দাবি করেছেন যে এটি একটি হিন্দি ছবির সর্বোচ্চ উদ্বোধনী আয়।
তারান আদর্শ টুইটে জানিয়েছেন, এখন পাঠান উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। প্রথম দিনে এটি ৫৫ কোটি রুপি আয় করেছে। এর আগে কেজিএফ টু আয় করেছিল ৫৩.৯৫ কোটি রুপি।
প্রাকপ্রি-টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছেন পাঠান। পাঠান মুক্তির আগের দিনে ৫.৫ লাখ টিকিট বিক্রি করেছে।
‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন – ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ