২০২১ সালের নভেম্বরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ ব্যবসায়ী কার্টার রিউমকে বিয়ে করেন প্যারিস হিলটন। এবার ৪১ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন প্যারিস হিলটন। নিজেই মা হওয়ার খবর জানিয়েছেন এই তারকা। তবে নবজাতকের নাম প্রকাশ করেননি তিনি।
সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে প্যারিস লিখেছেন- তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।
এক সাক্ষাতকারে প্যারিস বলেছেন, মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি। আমরা একসঙ্গে আমাদের পরিবার শুরু করতে পেরে খুব উদ্দীপ্ত। পুত্রসন্তানের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় বিস্ফোরিত হচ্ছে।
ইতোমধ্যে, অন্যান্য তারকারা এ দম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ