ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারের এক বছর পূর্ণ হয়েছে ২২ জানুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরিফুল রাজ এক আবেগঘন স্ট্যাটাস দেন।
সেখানে লেখেন, প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনও জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।
জানা গেছে, পরীমনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর নিজেরা বিয়ে করেন। এরপর ১০ জানুয়ারি বেবি বাম্পের ছবির প্রকাশের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় ২০২২ সালের ২২ জানুয়ারি। তারা সে দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন।
এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজ।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ