মাত্র ১৬ বছর বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগতে পা রাখেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। ক্যারিয়ারের এত বছরে এসে সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন পূর্ণিমা। তবুও এখনো আছেন তুমুল জনপ্রিয়।
এবার নতুন ওয়েব সিরিজে পূর্ণিমা। নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই।আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।
কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। প্রযোজনা করছে বঙ্গ। বর্তমানে এটির শুটিং চলছে পুরান ঢাকা ও আশপাশের কিছু এলাকায়। এর আগে টিভি নাটক বানিয়ে বিপুল জনপ্রিয়তা পান অমি।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিলাক্স’ মুক্তি পেতে পারে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ