ঋদ্ধিমা ঘোষ হলেন একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি স্টার জলসায় সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক বউ কথা কওয়ে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করেছেন।
২০০৯ সালে, ঋদ্ধিমা ঘোষ টেলিভিশন ধারাবাহিক বৌ কথা কওয়ে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেন। এই ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হয়েছে, যেখানে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর, তিনি বাংলা চলচ্চিত্র ফ্রেন্ডে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন, যেটি পরিচালনা করেছেন শতাব্দী রায়। অতঃপর তিনি একই বছরের আরেকটি চলচ্চিত্র অমর সঙ্গীতে অভিনয় করেন, যেটি তাকে বিরাট সাফল্য এনে দেয়। এই চলচ্চিত্রটি টানা ১৩ সপ্তাহ ধরে সিনেমা হলে সফলভাবে চলতে থাকে।তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন যার মধ্যে রংমিলান্তি, রাজকাহিনী এবং ব্যোমকেশ উল্লেখযোগ্য।
২০১০ সালে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের চলচ্চিত্র রংমিলান্তিতে অভিনয় করেন এবং এরপর থেকে তিনি হাফ সিরিয়াস, ল্যাপটপ, রাজকাহিনীর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি বৌ কথা কও, ব্যোমকেশ এবং মহানায়কের মত ধারাবাহিকে অভিনয় করেছেন। এফএফএসিই ক্যালেন্ডারের প্রথম সংস্করণে প্রথম সেলিব্রিটি মডেলে নির্বাচিত হন।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :