কলকাতায় বিদ্যা সিনহা মিমের নতুন “মানুষ” সিনেমার শুটিং শুরু হয়েছে সোমবার। নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমায় মন্দিরা নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনয় করছেন বিদ্য সিনহা মিমকে। শুটিং চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
বিদ্যা সিনহা মিম বলেন, এর আগে জিৎ দা’র সঙ্গে সুলতান সিনেমায় অভিনয় করেছিলাম। বেশ কয়েকবছর বিরতি শেষে আবারও তারসঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। সিনেমাটির গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত। আমার ভীষণ ভালোলাগছে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করে।
কলকাতার অভিনেতা জিৎ প্রযোজিত, অভিনীত সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চাটার্জী, সৌরভ চক্রবর্তীসহ অনেকেই। মিম এর আগে জিতের বিপরীতে ‘সুলতান: দ্য সেভিয়র’ নামের সিনেমায় অভিনয় করেছিলেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ