ফেব্রুয়ারির মাঝামঝিতে দেশে ফিরবেন নায়ক ফারুক


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬/০১/২০২৩, ৮:০৭ অপরাহ্ণ / ১৫
ফেব্রুয়ারির মাঝামঝিতে দেশে ফিরবেন নায়ক ফারুক

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

ফারুকের স্ত্রীর ফারহানা জানান, ফারুক যে ডাক্তারের তত্ত্বাবধানে আছেন তিনি গত একমাস সিঙ্গাপুরের বাইরে ছিলেন। দুদিন আগে তিনি ফিরেছেন। তাই ফাইনালি ডাক্তার লাইয়ের পরামর্শ ছাড়া এখান থেকে ছাড়পত্র নেব না। ডাক্তার বলেছেন—ফারুক এখন পুরোপুরি সুস্থ। তাই আমরা আগামী ফেব্রুয়ারির মাঝামঝিতে ফারুককে নিয়ে দেশে ফিরব, ইনশাল্লাহ।

উল্লেখ্য নায়ক ফারুক ২০২১ সালের ৪ মার্চ চেকআপ করাতে সিঙ্গাপুর যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিস্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া আরও বেশ কিছু শারীরিক জটিলতাও ছিল। চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেমি কোমায় কেটেছে আরও চার মাস। তাকে দীর্ঘদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। বর্তমানে দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ