তারকা দম্পতি রাজ- পরী দুবাই যাচ্ছেন না


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬/০১/২০২৩, ৬:১৩ পূর্বাহ্ণ / ২৬
তারকা দম্পতি রাজ- পরী দুবাই যাচ্ছেন না

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ এবং চিত্রনায়িকা পরীমনি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী । সেখানে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

তবে পরীমনি বলেন, দুবাই যাচ্ছেন না তারা। এ সফর বাতিল করেছেন তারা। জানা গেছে, পরীমণি-রাজের যাওয়ার কথা ছিল অনুষ্ঠানটিতে। কিন্তু তাদের ছেলে রাজ্যের পাসপোর্ট হয়নি। যার ফলে দুবাই যাচ্ছেন না তারা। দুবাই না গেলেও অন্য দেশে যাওয়ার কথাও জানান পরী।

পরী আরও বলেন, যাওয়ার কথা ছিল, এখন আর যাচ্ছি না। তবে রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে, যেকোনো একটা দেশে যাব। কোন দেশ, এখনই বলছি না।দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা। বাবুকে সঙ্গে নিয়ে প্রথম দেশের বাইরে যাব। সেই উসিলায় একটু ঘোরাঘুরি হবে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ