নায়করাজ রাজ্জাকপূত্র খালিদ হোসেন সম্রাট। সিনেমার নায়ক তিনি। ১৫টির মতো সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করছেন। সিনেমাতে নায়ক হিসেবে সম্রাটের অভিষেক হয় নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘আমি বাঁচতে চাই’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে।
এতে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। মাঝে মাঝে তাকে নাটকেও অভিনয় করতে দেখা যায়। দেখা যায় নির্দেশনা দিতেও। তবে এখন শুটিংয়ে দেখা যায়না সম্রাটকে। ব্যস্ত রয়েছেন পারিবারিক ব্যবসা নিয়ে।
আজ ১২ জানুয়ারি সম্রাটের আজ জন্মদিন। নিজের জন্মদিন একেবারেই ঘরোয়াভাবেই উদযাপন করবেন তিনি। তবে জন্মদিনে বাবা নায়ক রাজকে ভীষণ মিস করছেন সম্রাট।
সম্রাট বলেন,ছোটবেলার জন্মদিনের কথা বেশি মনেপড়ে। ঘুম থেকেই চিৎকার চেচামেচি শুরু করে দিতাম। আব্বা তখন আমাকে নিয়ে বাইরে যেতেন, এটা ওটা কিনে দিতেন । বড় হয়ে জন্মদিনগুলো কাটতো একটু অন্যরকমভাবে। ঘুম থেকে উঠেই আব্বা আম্মাকে সালাম করতাম। তারপর আব্বা আমাকে সঙ্গে নিয়ে নাস্তা খেতেন। সন্ধ্যার পর যদি অতিথি আসতেন তাদের সঙ্গে নিয়েই আব্বা কেক কাটতেন। এখন আম্মার সঙ্গেই কেক কাটা হয় বড় ভাইয়াকে সঙ্গে নিয়ে। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য, আমার মা, ভাই, বোন, স্ত্রী ও দুই কন্যার জন্য দোয়া করবেন’।
আজ এই অভিনেতা জন্মদিনে একাত্তর পোস্ট এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
একাত্তর পোস্ট/ মাসুদ পারভেজ