শাহরুখ খান, দীপকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত বহু বিতর্কিত ছবি পাঠান। সিনেমা মুক্তির আগেই পাঠানের প্রথম গান বেশরম রং- এ দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে রাজনৈতির মহল মহল সহ একাধিক জায়গায় চর্চা একেবারে তুঙ্গে। এই মধ্যে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের নতুন সোলো পোস্টার প্রকাশ্যে এসেছে।
নতুন পোস্টারে হাতে হাতকড়া পরে দেখা মিলেছে শাহরুখের। কোনও এক অ্যাকশন দৃশ্যের ফাঁকে হাতে বন্দুক নিয়ে দেখা মিলেছে বলিউড তারকার। কপাল ফেটে ঝরছে রক্ত।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মাস খানেক আগে প্রকাশিত ছবির প্রথম গান ‘বেশরম রং’ ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তৈরি করেছে রাজনৈতিক তরজাও। তবে এই সবকিছুর মধ্যেও ‘পাঠান’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের কোনও খামতি নেই। সকল শাহরুখ অনুরাগী বহু দিন পর প্রিয় তারকাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে।হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ