রোহিত শেঠী হলেন একজন ভারতীয় পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক। তাঁর আগামী ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সেটে গুরুতর আহত পরিচালক রোহিত শেট্টি। হাতে চোট পেয়েছেন তিনি। যার দরুণ ছোটখাটো অস্ত্রোপচারও করতে হয়েছে। দুর্ঘটনা ঘটেছে শনিবারের বারবেলায়! সিরিজের শ্যুট চলছিল হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। সেখানেই ঘটে এই অঘটন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কামিনেনি হাসপাতালে। সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর।
জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরে ভাল আছেন পরিচালক। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। সূত্রের খবর, রোহিত শেট্টি একটি গাড়ির ধাওয়া করা দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়েই নাকি এই চোট পান।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ