হায়দ্রাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত রোহিত শেট্টি। কিন্তু সেই শ্যুটের মাঝেই ঘটে গেল বিপত্তি। সেটেই দুর্ঘটনার শিকার পরিচালক-প্রযোজক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত হয়েছেন। অস্ত্রোপচারও হয়েছে। তবু থেমে থাকেন নি রোহিত শেট্টি। দিব্য হাসতে হাসতে ফের ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সেটে তিনি। শনিবার এক সঙ্গে এতগুলো ঘটনা ঘটিয়ে খবরের শিরোনামে তিনি। তাঁর মতোই চোট-আঘাত পেয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রাও।
তবে সবার থেকে গুরুতর আহত হয়েছিলেন শিল্পা শেট্টি। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছিল। ফলে, অভিনেত্রীকে বেশ কিছুদিনের জন্য শয্যাশায়ী থাকলে হয়েছিল। রোহিত সেটে ফিরতেই খুশির ঢেউ তাঁর টিমের মধ্যে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :