শিরিন শিলা অভিনীত “বীরাঙ্গনা ৭১” মুক্তি পাচ্ছে ৩০ ডিসেম্বর


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৭/১২/২০২২, ১:৫৭ অপরাহ্ণ / ৩৫১
শিরিন শিলা অভিনীত “বীরাঙ্গনা ৭১” মুক্তি পাচ্ছে ৩০ ডিসেম্বর

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা শিরিন শিলা। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিরিন শিলা অভিনীত “বীরাঙ্গনা ৭১”। মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়ছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’।

এতে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা। “বীরাঙ্গনা ৭১” নির্মাণ করছেন এম সাখাওয়াত হোসেন। শাহেদ অভিনয় করছেন মোহন চরিত্রে, তাঁর বিপরীতে রয়েছেন শিরিন শিলা, অভিনয় করছেন বীরাঙ্গনা জয়বুনের চরিত্রে। মুক্তিযুদ্ধবিষয়ক কোনো সিনেমায় এটাই শিরিন শিলার প্রথম অভিনয়।

শিরিন শিলা বলেন, এবারই প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করছি। সিনেমায় আমি অভিনয় করছি বীরাঙ্গনা জয়বুনের চরিত্রে। যেহেতু এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র, তাই বেশ সাবধানে অভিনয় করছি। চেষ্টা করছি, নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে আমি সন্তুষ্ট। সিনেমাটি আনকাট সেন্সর লাভ করে। বেশ কয়েকমাস অপেক্ষার পর সিনেমাটি অবশেষে চলতি বছরের শেষপ্রান্তে মুক্তি পাচ্ছে। চলতি বছরে এটাই আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। বীরাঙ্গনা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি অনেক কষ্ট করেছি। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন বাবু আঙ্কেল। তারসঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। আশা করি দর্শকদের ভালো লাগবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইলো।

সিনেমাতে আরোও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরীসহ আরও অনেকে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ