patrika71 Logo
ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাটকে প্রথমবার সজল-সারিকা সাবাহ জুটি

পত্রিকা একাত্তর ডেক্স
জুন ২৬, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ad

জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলের সঙ্গে এবার জুটি হয়ে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সারিকা সাবাহ। নাটকের নাম ‘বাবু’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সজল। নাটকটির গল্প ভাবনা টিপু আলম মিলনের। রচনা করেছেন ইউসুফ আলী খোকন। গত ২২ ও ২৩ জুন রাজধানীর উত্তরায় নাটকটির নির্মাণকাজ শেষ করেছেন নির্মাতা সরদার রোকন।

ঈদে বৈশাখী টিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে সজল বলেন, সারিকা সাবাহর সঙ্গে আমার প্রথম কাজ। খুব সহযোগিতাপরায়ণ এবং কাজের ব্যাপারে ভীষণ সিনসিয়ার। মানুষ হিসেবেও ভালো একজন মানুষ, এটা আমার উপলব্ধি। আশা করছি নাটকটি ভালো লাগবে। সারিকা সাবাহ বলেন, সজল ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ভাইয়া ভীষণ ভীষণ সহযোগিতাপরায়ণ। বোঝাপড়ার মধ্যদিয়ে চমৎকার একটি কাজ হয়েছে।

ad