মাহিরা খান একজন পাকিস্তানি অভিনেত্রী এবং সাবেক ভিজে।তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন।
আজ এই অভিনেত্রী ৩৯তম জন্মদিন। ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে মাহিরা উর্দুভাষী পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাফিজ খান যিনি ব্রিটিশ সাম্রাজ্যের দিল্লীতে জন্মগ্রহণ করেন এবং দেশ বিভাগের প্রাক্কালে পাকিস্তানে চলে যান।
মাহিরার ছোট ভাইয়ের নাম হাসান খান যিনি পেশায় একজন সাংবাদিক। ষোলো বছর বয়সে খান করাচির ফাউন্ডেশন পাবলিক স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করেন
খান ২০০৬ সালে ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি এমটিভি পাকিস্তানে মোস্ট ওয়ান্টেড নামে একটি লাউভ শো সম্প্রচার হতো সপ্তাহে তিনদিন। ২০০৮ সালে তিনি আগ টিভিতে উইকেন্ড উইথ মাহিরা নামক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
২০১০ সালে মাহিরা ১০ম লাক্স স্টাইল পুরস্কারের উপস্থাপনা করেন। ২০১৩ সালে ১ম হাম পুরস্কারের উপস্থাপনা করেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি ফাওয়াদ খান এর সাথে ১৪তম লাক্স স্টাইল পুরস্কারের উপস্থাপনা করেন।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর/ মাসুূদ পারভেজ