শুভ জন্মদিন নাজরিয়া নাজিম


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২১/১২/২০২২, ৯:৫১ পূর্বাহ্ণ / ৪৮
শুভ জন্মদিন নাজরিয়া নাজিম

নাজরিয়া নাজিম একজন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী যিনি মূলত মালায়ালম ও তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে তিনি টেলিভিশনে একটি ইসলামী অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে কাজ করতেন। তিনি মালয়ালম কয়েকটি ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন।

আজ এই অভিনেত্রী ২৯তম জন্মদিন। ২০ ডিসেম্বর ১৯৯৪ সালে নাজরিয়া নাজিম এবং বীনার ঘরে জন্মগ্রহণ করেন। তার নাবিন নামে একটি ভাই রয়েছে। তিনি “খ্রীষ্ট নগর স্কুল” এবং সংযুক্ত আরব আমিরাত এর আল আইনের “আয়ার ওয়ান ই ইংলিশ স্কুল পড়াশোনা করেন। তার পরিবার তিরুবনন্তপুরম আসার আগে সংযুক্ত আরব আমিরাত এর “আল আইন”-এ বসবাস করতেন।

একজন শিশু শিল্পী হিসেবে ২০০৬ সালে নাজরিয়া তার কর্মজীবন শুরু করেন। পালুসকু (২০০৬) ছবিতে মাম্মূত্তী এর কন্যা চরিত্র অভিনয় করেন, মালায়ালম এই ছবিটি পরিচালনা করেছিলেন ব্লেসী। তিনি এশিয়ানেটের আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, মান্স স্ট্যার সিঙ্গার এর এঙ্কর ছিলেন।

২০ জানুয়ারি ২০১৪ তারিখে, তিনি মালায়ালম অভিনেতা ফাহাদ ফজিল এর সঙ্গে তার বিবাহ অনুষ্ঠিত হচ্ছে বলে ফেসবুক পেজে ঘোষণা করেন। বিয়ের ঘোষণা করা হয় ফাহাদ ফজিল এর পিতার পিতা ফজিল (কেরালার একজন সুপরিচিত চলচ্চিত্র পরিচালক) কর্তৃক। ফাহাদ ফজিল এবং নাজরিয়া নাজিম এর এক প্রেস বিবৃতি অনুযায়ী, তাদের বিয়ে এই বছরের আগস্ট হবে বলে একমত প্রকাশ করেন। তাদের ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে তিরুবনন্তপুরম বাগদত্তা হয়।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ