ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের অভিনেত্রী মৌ খান।সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রবেশ করেন এই তরুণ অভিনেত্রী। ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার।
আজ (১৩ ডিসেম্বর) মৌ খানের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
আজ এই অভিনেত্রীর জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা।
মৌ খান বলেন, জন্মদিন আসলে মনে হয়। জীবনের আরও একটি বসন্ত চলে গেল। অনেক পাওয়া না পাওয়ার মধ্যে একটি বছর কাটিয়ে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গে দিনটি উদযাপন করার পরিকল্পনা করেছি।
উল্লেখ্য, মৌ খান ‘প্রতিশোধের আগুন’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। শাহীন সুমন পরিচালিত বিগ বাজেটের ‘মাফিয়া’ নামের নতুন একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি।
এদিকে এর আগে পাঁচটি ছবির কাজ শেষ করেছেন মৌ খান। এরমধ্যে মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’ ও ‘যেমন জামাই তেমন বউ’-এর শুটিং আগেই শেষ করেছেন এ নায়িকা।
অন্যদিকে সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও শফিক হাসানের ‘বাহাদুরী’তে কাজ করেছেন তিনি। এছাড়াও আসলামের ‘আতঙ্ক’ ছবিতে কাজ করেছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ